হজে গিয়ে ৬৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৭৯৭৪ হাজি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৩ জুলাই ২০২৪

চলতি বছর সৌদি আরবে হজে গিয়ে এ পর্যন্ত ৬৪ জন বাংলাদেশি মারা গেছেন। অন্যদিকে হজ শেষে দেশে ফিরেছেন ৬৭ হাজার ৯৭৪ জন হাজি।

শনিবার (১৩ জুলাই) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার রাত ৩টা পর্যন্ত বুলেটিনের তথ্য অনুযায়ী, মারা যাওয়া হজযাত্রী/হাজিদের মধ্যে পুরুষ ৫১ ও নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৫০, মদিনায় ৫, জেদ্দায় ২ ও মিনায় ৭ জন মারা গেছেন।

আরও পড়ুন

গত ১৫ জুলাই হজ পালিত হয়। ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত ২১৮টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে যান ৮৫ হাজার ২২৫ জন হজযাত্রী। হজ শেষে ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, এ পর্যন্ত মোট ৬৭ হাজার ৯৭৪ জন হাজি দেশে ফিরেছেন। মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৮৪টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৬৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ২৮টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

আরএমএম/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।