শাহবাগের অবরোধে যোগ দিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ছিল বৃহস্পতিবার। কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল আজ, শুক্রবার। মিছিল থেকে শাহবাগ অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে যোগ দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টা ৩৫ মিনিটে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগ মোড়ে চলমান আন্দোলন কর্মসূচিতে যোগ দেন তারা।
শিক্ষার্থীরা জানান, গতকাল সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ হামলা করেছে। অনেক শিক্ষার্থী আহত হয়েছে। এরই প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিল থেকে শাহবাগ অবরোধের খবর পেয়ে তারা শাহবাগের চলমান আন্দোলনে যোগ দিয়েছেন।
- আরও পড়ুন
- ফের শাহবাগ অবরোধ
এসময় শিক্ষার্থীরা, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শাহবাগে যোগ দেওয়ার আগে ঢাকা কলেজের মূল ফটকে বিক্ষোভ করেছেন এসব শিক্ষার্থী।
এনএস/এমএইচআর/জিকেএস