অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা, সাতকানিয়ায় ৪ ল্যাবকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১১ জুলাই ২০২৪

মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, লাইসেন্স নবায়ন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়ার দায়ে চট্টগ্রামের সাতকানিয়ার চার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ও লাইসেন্স নবায়ন না করার দায়ে অল কেয়ার হাসপাতালকে ৩ হাজার টাকা, হেলথ কেয়ার হাসপাতাল ও রাবেয়া মেমোরিয়াল হাসপাতালকে ৪ হাজার টাকা করে এবং অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়ার দায়ে মা-শিশু জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রায়হান ছিদ্দিকীও সঙ্গে ছিলেন।

অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা, সাতকানিয়ায় ৪ ল্যাবকে জরিমানা

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।

এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।