আগারগাঁও মোড় ফের অবরোধ, যান চলাচল বন্ধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:০৩ পিএম, ১০ জুলাই ২০২৪

‘বাংলা ব্লকেড’-এর সঙ্গে সংহতি জানিয়ে রাজধানীর আগারগাঁও মোড় অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংবলিত শেরে বাংলা গার্লস স্কুল, পরিকল্পনা মন্ত্রণালয়ের সংযুক্ত সড়কও অবরোধ করেছেন তারা। এতে মিরপুর-ফার্মগেট এবং মহাখালী-শিশুমেলা সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক ও পরিকল্পনা মন্ত্রণালয় হয়ে আগারগাঁও মোড়ে অবস্থান করেন।

আগারগাঁও মোড় ফের অবরোধ, যান চলাচল বন্ধ

আরও পড়ুন

এছাড়াও শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি করতে হলে হলে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে অবগত করা হয়।

আগারগাঁও মোড় ফের অবরোধ, যান চলাচল বন্ধ

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বাংলা ব্লকেড কর্মসূচিতে এক দফা এক দাবি। সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে।

তাসনিম আহমেদ তানিম/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।