রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে হতাহত

কারণ নির্ণয়ে তদন্ত কমিটি করার নির্দেশ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০২ এএম, ০৮ জুলাই ২০২৪
বিদ্যুৎস্পৃষ্টে হতাহতের একাংশ

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহতের ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত কমিটি করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (৭ জুলাই) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রাকা‌লে রথের ওপরে মানুষ ওঠায় রথের সঙ্গে ১১ কে‌ভি লাইনের সংযোগ ঘটার ফলে বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী আমতলা মোড়ে বিদ্যুতা‌য়িত হয়ে পাঁচজন নিহত হয়েছেন এবং ৯ জন আহত হয়ে হাসপাতালে চি‌কিৎসাধীন।

আরও পড়ুন: বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫, আহত ৩০

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এক শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছরই বগুড়ায় রথযাত্রা শান্তিপূর্ণভাবে হলেও এভারের ঘটনাটি মর্মান্তিক।

আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আমি মর্মাহত। প্রকৃত কারণ নির্ণয়ের জন্য তদন্ত কমিটি করার নির্দেশ দিয়ে বলেন, জনসচেনতা বাড়ানোর উদ্যোগ আরও বাড়াতে হবে।

আরএমএম/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।