পার্ক-খেলার মাঠ ছাড়া ঢাকাকে ‘সুস্থ’ করা যাবে না: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০৬ জুলাই ২০২৪

শেষ হলো ঢাকা নর্থ মেয়র কাপ বাস্কেটবল টুর্নামেন্ট -২০২৪। এতে চ্যাম্পিয়ন হয়েছে গ্রেগরিয়ান এসিইএস। প্রথম রানার্সআপ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি)।

শুক্রবার (৫ জুলাই ) দিবাগত রাতে ফাইনাল ম্যাচ শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র বলেন, পার্ক ও খেলার মাঠ ছাড়া ঢাকাকে ‘সুস্থ’ করা যাবে না। সুস্থ প্রজন্ম গড়ে তোলা যাবে না।

আরও পড়ুন:

পার্ক-খেলার মাঠ ছাড়া ঢাকাকে ‘সুস্থ’ করা যাবে না: মেয়র আতিক

এ সময় ডিএনসিসি মেয়র আরও বলেন, যারা মাঠ ও পার্ক দখল করে রেখেছেন দ্রুত ছেড়ে দিন। আর নয়তো নতুন প্রজন্মের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। সেদিন আপনার সামাজিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে?

এ সময় তিনি দখলবাজদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান।

গত ২৯ জুন শুরু হওয়া এবারের টুর্নামেন্টে ঢাকার ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এমএমএ/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।