মালয়েশিয়া

যেতে না পারা কর্মীদের ১৫ দিনের মধ্যে টাকা ফেরতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৪ জুলাই ২০২৪
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

ভিসা থাকা সত্ত্বেও যেসব কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি তাদের টাকা ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ১৫ দিনের মধ্যে এ টাকা ফেরত দেওয়ার নির্দেশনা দেয় মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গতকাল আমরা রিক্রুটিং এজেন্সির সঙ্গে বসেছি। প্রমাণস্বরূপ যেসব কর্মী যত টাকা দিয়েছে। তাদের টাকা ফেরত দেবে সংশ্লিষ্ট এজেন্সি। আমরা তাদের ১৫ দিন সময় দিয়েছি। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে হবে। যারা প্রমাণ থাকা সত্ত্বেও টাকা দেবেন না তাদের বিরুদ্ধে পরে আইনানুগ ব্যবস্থা নেব।

শফিকুর রহমান বলেন, ১৫ দিন দেখি কতজনের টাকা উদ্ধার হয়? উদ্ধার না হলে ব্যবস্থা নেব। আমাদের উদ্দেশ্য মানুষগুলো যেন টাকা ফেরত পায়। কতজন যেতে পারেনি সেটা বড় কথা নয়, তাদের টাকা ফেরত পাওয়াটা বড় বিষয়। বায়রা ও রিক্রুটিং এজেন্সি বুঝতে পারছে তারা এবার ছাড় পাবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, কমবেশি সবাই দায়ী। ১০০ রিক্রুটিং এজেন্সির দায় আছে। প্রায় ২ হাজার ২৫ জন অভিযোগ করেছে। ১৭ হাজার ৭৭৭ জন কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। ৫ লাখ ৩২ হাজার ১৬২ কোটার মধ্যে ৪ লাখ ৭৬ হাজার চলে গেছে। এরমধ্যে ৪ লাখ ৯৩ জন বিএমইটির ছাড়পত্র পেয়েছে।

যারা যেতে পারেনি পরে মালয়েশিয়া শ্রমবাজার খুললে তাদের অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ মাসের শেষ দিকে মালয়েশিয়ার সঙ্গে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। আশা করছি, পুনরায় বাজার খুলবে। তখন যারা যেতে পারেনি তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরএএস/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।