খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় সাবেক সেনাসদস্যের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ০৩ জুলাই ২০২৪
ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় হাবিবুর রহমান (৮০) নামে সেনাবাহিনীর সাবেক এক সদস্য নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খিলক্ষেত রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তাঁরা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় ওই ব্যক্তি সাবেক সেনাসদস্য ছিলেন।

তিনি জানান, সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার জন্য যাওয়ার পথে কমলাপুর থেকে ছেড়ে আসা ৬০৪ নম্বর মালবাহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত ব্যক্তির পুত্রবধূ শারমিন আক্তার জানান, তার শ্বশুর সেনাবাহিনীর চাকরি থেকে ১৯৯১ সালে অবসরে যান। তিনি খিলক্ষেতের বটতলা এলাকার জুনাইদ আলীর সন্তান।

কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।