সংসদে প্রধানমন্ত্রী

৮ লাখ ৬৭ হাজার ৯৭৭ ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০৩ জুলাই ২০২৪
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি সংগৃহীত

এখন পর্যন্ত সর্বমোট আট লাখ ৬৭ হাজার ৯৭৭টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এতে উপকারভোগী মোট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ৩৯ হাজারেরও বেশি।

বুধবার (৩ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তোর পর্বে এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। এসম স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ পর্যন্ত বাংলাদেশের ৫৮টি জেলা এবং ৪৬৪টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও রাজশাহী- এ পাঁচটি বিভাগ এখন সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীনমুক্ত। অর্থাৎ এসব জেলা, উপজেলা ও বিভাগে কোনো ভূমিহীন-গৃহহীন মানুষ নেই। এছাড়া ব্যারাক হাউজের মাধ্যমে ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত আমরা মোট এক লাখ ৫৯ হাজার ৮৪৮টি পরিবারকে পুনর্বাসন করেছি। ব্যারাক হাউজেও কিন্তু আমরা পরিবারপ্রতি কবুলিয়ত সম্পাদন করে দিয়েছি অর্থাৎ সেখানেও মানুষে মালিকানা তৈরি হয়েছে।

আরও পড়ুন

এমপি হাবিবুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ২০৪১ সালের মধ্যে পরিচ্ছন্ন জ্বালানি থেকে ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এমপি রনজিত চন্দ্র সরকারের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, হাওর এলাকার উন্নয়নের জন্য ৭ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ২০ বছর মেয়াদি একটি মহাপরিকল্পনা তৈরি করা হয়েছে।

এমপি আফজাল হোসেনের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ৩২ লাখ প্রতিবন্ধীকে ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে এক লাখ ৩৬ হাজার ২৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আইএইচআর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।