ফ্লাইওভারে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:২০ পিএম, ০২ জুলাই ২০২৪

চট্টগ্রামে মোটরসাইকেল পিছলে সড়কে ছিটকে পড়া আরোহীকে পেছন থেকে আসা কাভার্ডভ্যান চাপা দেয়। এতে রাশেদ (৩২) নামের ওই বাইক আরোহী ঘটনাস্থলে প্রাণ হারান।

মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওবার থেকে নামার সময় নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ বন্দর থানাধীন নিউমুরিং এলাকার প্রয়াত হাসানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক জাগো নিউজকে বলেন, শুলকবহর এলাকায় এক বাইক পিছলে সড়কে পড়ে যান আরোহী। এসময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এমডিআইএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।