কোটি টাকার অবৈধ সম্পদ: সওজের সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে মামলা
এক কোটি ৮ লাখ ৯০ হাজার ৭২৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আসামির বিরুদ্ধ্ব অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও দখল করা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
সোমবার (১ জুলাই) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন
মামলার এজাহারে বলা হয়, আসামি তার সম্পদ বিবরণীতে দুই কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৮৫১ টাকার সম্পদ অর্জনের তথ্য ঘোষণা করেন। আসামি ২০১৪-১৫ করবর্ষ থেকে ২০২১-২০২২ করবর্ষ পর্যন্ত ২০ লাখ ৬৯ হাজার ৬৮৯ টাকা পারিবারিক ও অন্যান্য ব্যয় করেন। পারিবারিক অন্যান্য ব্যয়সহ তার নামে অর্জিত সম্পদের পরিমাণ তিন লাখ ৬৬ হাজার ৫৪০ টাকা। যদিও দুদকের অনুসন্ধানে আসামির নামে গ্রহণযোগত আয় পাওয়া যায় এক কোটি ৯১ লাখ ৭৫ হাজার ৮১২ টাকা। অর্থাৎ আসামি
এক কোটি ৮ লাখ ১০ হাজার ৭২৮ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।
এসএম/বিএ/এএসএম