হলি আর্টিসান হামলায় নিহতদের স্মরণে শোকসভা করবে ইতালি দূতাবাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ৩০ জুন ২০২৪
হলি আর্টিসান বেকারিতে সেনাবাহিনীর অভিযান/ফাইল ছবি

রাজধানীর গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে সোমবার (১ জুলাই) ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস এক শোকসভার আয়োজন করেছে।

দুপুর সাড়ে ১২টায় ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর বাসভবনে এ শোকসভা অনুষ্ঠিত হবে।

রোববার (৩০ জুন) রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিসান বেকারিতে ঘটে নারকীয় জঙ্গি হামলা। এতে ১৭ বিদেশিসহ ২২ জন প্রাণ হারান।

বিদেশিদের মধ্যে ইতালির নয়জন, জাপানের সাতজন, ভারতের একজন রয়েছেন। এছাড়া বাংলাদেশি দুই পুলিশ কর্মকর্তা ও তিনজন নাগরিক নিহত হন, যাদের একজন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক।

ভয়ঙ্কর ওই জঙ্গি হামলা স্তম্ভিত করেছিল বাংলাদেশকে। পরে সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্টে নিহত হন ছয় জঙ্গি। এছাড়া পুলিশ ও সেনাবাহিনী মিলে দেশি-বিদেশি মোট ৩২ জন নাগরিককে উদ্ধার করে।

প্রতি বছর দিনটিতে ইতালি, জাপান, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা শোক পালন করেন।

আইএইচআর/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।