ট্রাক ভাড়া করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করতেন তারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১২ পিএম, ২৮ জুন ২০২৪
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালামাল চুরির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালামাল চুরির অভিযোগে মো. সাদ্দাম হোসেন (৩০) ও মো. মোরশেদ (২৯) নামে দুজনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ জুন) দুপুরে এ তথ্য জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও থানার বাউলবাগ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সাদ্দাম ও তার সহযোগীরা ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোহাম্মদ মহসীন জানান, সাদ্দাম ট্রাক ভাড়া করে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে ঘুরতেন। এরপর সুযোগ বুঝে এক্সপ্রেসওয়ের বিভিন্ন মালামাল চুরি করতেন। গতকাল বৃহস্পতিবার এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তা রক্ষীরা সিসিটিভিতে মালামাল চুরির বিষয়টি শনাক্ত করেন। সাদ্দাম এক্সপ্রেসওয়েতে উঠে সেখানে থাকা রোড ব্যারিয়ার চুরি করছিলেন।

তিনি বলেন, নিরাপত্তা রক্ষীরা ধাওয়া দিয়ে সাদ্দামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। চুরি করা এসব মালামাল বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করতেন সাদ্দাম। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।

টিটি/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।