চট্টগ্রামে রিয়াজুদ্দিন বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৩৭ এএম, ২৮ জুন ২০২৪
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের রিয়াজুদ্দিন বাজারের বাহার লেনের দুটি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট।

বৃহস্পতিবার (২৭ জুন) দিনগত রাত দেড়টার দিকে রেজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদী প্লাজা নামে ওই দুই মার্কেটে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, রাত ১টা ৪০ মিনিটের দিকে আমতল এলাকার বাহার লেনে রেজওয়ান কমপ্লেক্স নামক একটি মার্কেটে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, রেজওয়ান কমপ্লেক্সের ব্রাদার্স টেলিকম নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। এরপর ওই দোকান থেকে পাশের মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে তামাকুমন্ডি লেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাত পৌনে চারটায় জাগো নিউজকে বলেন, মোহাম্মদিয়া প্লাজার আগুন এখনো নিয়ন্ত্রণ আসে নাই। উপরে অনেকে আটকা পড়েছে বলে আশঙ্কা করছি।

এএজেড/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।