বঙ্গবন্ধু-পদ্মা-মুক্তারপুর

তিন সেতু থেকে বছরে টোল আদায় এক হাজার ৪৭২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৭ জুন ২০২৪

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু ও ধলেশ্বরী নদীর ওপর মুক্তারপুর সেতু থেকে গত এক বছরে অর্থাৎ জুলাই ২০২৩ থেকে জুন ২০২৪ পর্যন্ত এক হাজার ৪৭২ কোটি ৫ লাখ টাকা টোল আদায় হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশিদ কিরনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ওবায়দুল কাদের জানান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতু থেকে এক বছরে এক হাজার ৪৭২ কোটি ৫ লাখ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে পদ্মা সেতু থেকে ৮১১ কোটি ৫৭ লাখ টাকা, বঙ্গবন্ধু সেতু থেকে একই সময়ে ৬৪৮ কোটি ৮৭ লাখ টাকা এবং মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু থেকে ১১ কোটি ৬১ লাখ টাকা আদায় করা হয়েছে।

আইএইচআর/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।