ডিএমপি

নতুন ইউনিট সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া মনিটরিং

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৭ এএম, ২৭ জুন ২০২৪

বর্তমানে সাইবার অপরাধ বেড়েছে। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশও সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ নতুন একটি ইউনিট গঠন করেছে। নতুন এই ইউনিটের নাম দেওয়া হয়েছে ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া মনিটরিং’।

নতুন এই ইউনিটের প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে যুগ্ম পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহকে।

বুধবার (২৬ জুন) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়।

আদেশে আরও দুজনকে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে আসমা সিদ্দিকা মিলিকে পিওএমের যুগ্ম পুলিশ কমিশনার ও ডিএমপির এসেস্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সাহেদ আল মাসুদকে ডিবি-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদশে উল্লেখ করা হয়েছে।

টিটি/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।