বিআইডব্লিউটিএর ড্রেজিংয়ে কোথাও নদীভাঙন হয় না: নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৫ জুন ২০২৪
ফাইল ছবি

বিআইডব্লিউটিএর ড্রেজিংয়ে কোথাও নদীভাঙন সৃষ্টি হয় না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য পংকজ নাথের এক লিখিত প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

আরও পড়ুন

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মৃতপ্রায় নদীগুলো পুনরুদ্ধারে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করে বিআইডব্লিউটিএ। ড্রেজিংয়ের আগে নদীর তলদেশের অবস্থা জানার জন্য হাইড্রোগ্রাফিক সার্ভে করা হয়। পরে সার্ভে ও নদীর গঠন-প্রকৃতি বিবেচনা করে নদীর নাব্য পুনরুদ্ধারে ক্যাপিটাল ড্রেজিং এবং চলমান নৌপথের নাব্য ধরে রাখার জন্য সংরক্ষণ ড্রেজিং করা হয়ে থাকে।

তিনি বলেন, বিআইডব্লিউটিএ যে কোনো এলাকায় ড্রেজিংয়ে আগে হাইড্রোগ্রাফিক জরিপ এবং নদীর হাইড্রো ও মরফোলজিক্যাল তথ্য বিশ্লেষণ করে পরামর্শক প্রতিষ্ঠানের মতামত সাপেক্ষে পরিকল্পিতভাবে ড্রেজিং করে থাকে। এর ফলে কোথাও নদীভাঙন সৃষ্টি হয় না।

আইএইচআর/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।