সংসদ ভবনের সামনে অটোরিকশার ধাক্কায় সংসদ সদস্য আহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৫ এএম, ২৫ জুন ২০২৪

রাস্তা পারাপারের সময় দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য মো. কামারুল আরেফিন আহত হয়েছেন।

সোমবার (২৪ জুন) রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে সংসদ সদস্য মো. কামারুল আরেফিন হেঁটে বাসভবনে ফেরার সময় দ্রুতগতির একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এত তিনি আহত হন। ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে রাত সাড়ে ১২টার দিকে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন আশঙ্কামুক্ত।

কামারুল আরেফিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নৌকার প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। ট্রাক প্রতীক নিয়ে তিনি পান ৯৮ হাজার ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পান ৭৯ হাজার ৭৯ হাজার ৭৩৫ ভোট । মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন পর পর দুবার বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সংসদ সদস্য হতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

কাজী আল আমিন/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।