পাশে ছিল না কোনো স্বজন, জল্লাদ শাহজাহানকে হাসপাতালে নেন বাড়িওয়ালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৪ জুন ২০২৪
ফাইল ছবি

৬০ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। সোমবার (২৪ জুন) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার দিনগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পুলিশ জানায়, জল্লাদ শাহজাহান বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন।

সোমবার (২৪ জুন) বিকেলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আহাদ আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জল্লাদ শাহজাহান সর্বশেষ সাভারের হেমায়েতপুরে থাকতেন। রাতে বুকে ব্যথা শুরু হলে তার বাসার বাড়িওয়ালা কাশেম তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন

জল্লাদ শাহজাহানের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। তার আত্মীয়দের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

দীর্ঘ ৩২ বছর পর মুক্ত আকাশের নিচে শ্বাস ফেলার সুযোগ পান জল্লাদ শাহজাহান। গত বছরের ১৮ জুন মুক্তি পান তিনি।

টিটি/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।