১০ মাসে বিদেশি ঋণের সর্বোচ্চ ১ দশমিক ৬৬ বিলিয়ন ডলার দিয়েছে জাপান
বৈদেশিক মুদ্রার সংকটের মধ্যে সাম্প্রতিক কঠিন সময়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে জাপান। বিদেশি অর্থ দাতাদের মধ্যে সর্বোচ্চ ১ দশমিক ৬৬ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে দেশটি। এর ফলে দেশে অর্থায়নের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে জাপান।
বিদায়ী আর্থবছরে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত প্রথম ১০ মাসের মধ্যে জাপানের বৈদেশিক সাহায্য বিতরণের পরিমাণ সবচেয়ে বেশি ছিল।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, ২০২৩ অর্থবছরেও ঐতিহাসিকভাবে জাপানের কাছ থেকে বাংলাদেশ সর্বোচ্চ ১ দশমিক ৯৪ বিলিয়ন ঋণ ও অনুদান পেয়েছিল।
ইআরডি জানায়, এই সময়ে বিশ্বব্যাংক ৬০ কোটি ডলার এবং এশীয় উন্নয়ন ব্যাংক ২০ কোটি ডলার অর্থায়ন করেছে।
এমওএস/এমআইএইচএস