কালুরঘাটে নিখোঁজ কাজলের মরদেহ মিললো কর্ণফুলীর তীরে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২৩ জুন ২০২৪

চট্টগ্রামের কালুরঘাটে নৌকা উল্টে তলিয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পর আশরাফ উদ্দিন কাজলের (৪০) মরদেহ পাওয়া গেছে কর্ণফুলী নদীর তীরে।

রোববার (২৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শনিবার কালুরঘাটে ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকা উল্টে নদীতে তলিয়ে যান কাজল।

আশরাফ উদ্দিন কাজল বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকার বাসিন্দা। তিনি পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নির্বাচিত পরিচালক।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বাহার উদ্দিন বলেন, গতকাল থেকে আমরা নিখোঁজ কাজলের সন্ধান করছিলাম। আজ দুপুরে কোস্টগার্ডও অভিযানে যোগ দেয়। বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরের হামিদচর এলাকায় মরদেহটি নদী তীরে পরে ছিল। এটি এখন পরিবারের কাছে হস্তান্তরের জন্য নেওয়া হচ্ছে।

এএজেড/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।