ওএমএসের মাধ্যমে মাসে ৫০ হাজার টন চাল বিতরণ হচ্ছে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ২৩ জুন ২০২৪

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, টিসিবি কার্ডধারী প্রায় এক কোটি পরিবারের মাঝে ওএমএস (টিসিবি) কার্যক্রমে প্রতি মাসে প্রায় ৫০ হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। এর ফলে বাজারে খাদ্যশস্যের মূল্য বর্তমানে স্থিতিশীল।

রোববার (২৩ জুন) জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। সাধারণ মানুষের খাদ্যের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে বর্তমান সরকার সদা সচেষ্ট। খাদ্যশস্যের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে বর্তমান জনবান্ধব সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

সরকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মূল্যরোধ এবং দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা করার লক্ষ্যে ওএমএস কর্মসূচিতে সারাদেশে সর্বমোট ৪৭৯টি কেন্দ্রে আটা এবং ২৪১টি কেন্দ্রে চাল বিক্রয় কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রাজধানী ঢাকায় বর্তমানে ৭০টি দোকান, ৯৫টি ভ্রাম্যমাণ ট্রাক এবং তিনটি ইনোভেশন কেন্দ্রে ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

‘এছাড়াও রাজধানী ঢাকাসহ সারাদেশে টিসিবি কার্ডধারী প্রায় এক কোটি পরিবারের মাঝে ওএমএস (টিসিবি) কার্যক্রমে প্রতি মাসে প্রায় ৫০ হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। ফলে বাজারে খাদ্যশস্যের মূল্য বর্তমানে স্থিতিশীল রয়েছে। খাদ্যশস্যের বাজারমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে সরকার প্রয়োজনবোধে যেকোনো সময় ওএমএস কার্যক্রমে বরাদ্দ বৃদ্ধিসহ কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।’ যোগ করেন খাদ্যমন্ত্রী।

আইএইচআর/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।