হাফেজ্জী চ্যারিটেবল ও উই আর ওয়ান

বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২৩ জুন ২০২৪

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেটে প্রথম ধাপে ৫০০ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ ও উই আর ওয়ান ফাউন্ডেশন। বন্যায় গোটা সিলেট যখন বিপর্যস্ত, ক্ষুধার জ্বালায় বানভাসি মানুষ কাতরাচ্ছে, তখন খাদ্য, ওষুধ আর নগদ অর্থ বিতরণের বিশাল কর্মযজ্ঞ নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সংস্থা দুটি।

সারাদেশে কোরবানির গোশত বিতরণের মাঝেই আকস্মিক বন্যায় তলিয়ে যাওয়া সিলেটের খবর পেলে দ্রুত জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে সিলেটের গোয়াইনঘাট ছুটে যান উভয় সংস্থার প্রতিনিধিরা। সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীসহ ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে।

প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, শুকনো খাবার ও ইমারজেন্সি ওষুধসহ অন্যান্য সামগ্রী।

এসময় উপস্থিত ছিলেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল এবং উভয় সংস্থার পরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজসহ অন্যরা।

২০২২ সালের ভয়াবহ বন্যায় তারা ২২ হাজার পরিবারকে খাদ্য ও চিকিৎসাসেবা প্রদান করেছিল। দেশের যেকোনো বিপর্যয়ে তারা ত্রাণ ও পুনর্বাসন সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়।

চিকিৎসা সেবা, মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, নলকূপ স্থাপন, স্বাবলম্বীকরণ, ঈদ সামগ্রী ও ইফতারের বাজার, ভাসমান মানুষদের মেহমানদারীসহ নানামুখী সেবা কার্যক্রম পরিচালনা করে এ দুটি সংস্থা।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ' সরকারের নিবন্ধন প্রাপ্ত এবং সর্ব মহলে সমাদৃত একটি অরাজনৈতিক অলাভজনক সেবা । অন্যদিকে ট্রাস্ট ডিড এগ্রিমেন্ট সম্পন্ন ‘উই আর ওয়ান ফাউন্ডেশন’ ও একটি সার্বজনীন অরাজনৈতিক সেবা সংস্থা।

জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।