ভোটার স্থানান্তর কার্যক্রম ফের চালুর নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১২ জুন ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কারণে সারাদেশে স্থগিত থাকা ভোটার স্থানান্তর কার্যক্রম ফের চালুর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১২ জুন) সংস্থাটির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী সব উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র চূড়ান্ত করতে ও ভোটার তালিকা চূড়ান্ত করতে মাঠ পর্যায়ে ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শেষ হওয়ায় মাঠ পর্যায়ে আগের মতো যেসব এলাকায় নির্বাচন চলমান নেই সেসব এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম চালু করতে নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্দেশনায় আরও বলা হয়, মাঠ পর্যায়ে যেসব এলাকায় নির্বাচন চলমান নেই সেসব এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম আগের মতো দ্রুত সময়ে শেষ করতে নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।

এমওএস/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।