পুলিশ সদস্যকে গুলি করে হত্যায় অভিযুক্ত কনস্টেবল আটক
রাজধানীর গুলশান থানার গুলশান-বারিধারা কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে এলোপাতাড়ি গুলিতে পুলিশেরই এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল কাউসার আহমেদকে আটক করেছে পুলিশ। তার ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে।
শনিবার (৮ জুন) দিনগত রাত আড়াইটার দিকে তাকে আটক করে গুলশান থানায় নেওয়া হয়। এর আগে রাত ১২টার দিকে কনস্টেবল কাউসার আহমেদের গুলিতে নিহত হন কনস্টেবল মো. মনিরুল।
নিহত কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রস্তুতির পর মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কূটনীতিক এলাকায় নিরাপত্তা জোরদার
এ ঘটনার জেরে কূটনীতিক এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো এলাকা নিরাপত্তাবেষ্টনীতে ছেয়ে ফেলেছে পুলিশ। এ মুহূর্তে যে কেউ প্রবেশ করতে গেলে তল্লাশি করা হচ্ছে।
ঘটনাস্থলের আশপাশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, সোয়াতসহ থানা পুলিশের একাধিক দল মোতায়েন রয়েছে।
টিটি/এসআর