অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন পুলিশ সদস্য

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ০৮ জুন ২০২৪
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ মদনপুর এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক পুলিশ সদস্য সর্বস্ব খোয়ালেন।

শনিবার (৮ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পাকস্থলী ওয়াশ শেষে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সদস্যের স্ত্রী আসমা খাতুন জানান, আমার স্বামী ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে নগদ দুই লাখ টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন। অচেতন অবস্থায় পথচারীরা ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে পাকস্থলী ওয়াশ শেষে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডের ৬০১ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়।

ওই পুলিশ সদস্যের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুরে। বর্তমানে খিলগাঁও নন্দীপাড়া এলাকায় থাকেন। আমার স্বামী ঢাকার প্রশাসনিক শাখা স্পেশাল ব্রাঞ্চ কর্মরত।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন জাহাঙ্গীর আলম নামে এক পুলিশ সদস্য। পাকস্থলী ওয়াশ শেষে প্রথমে তাকে নতুন ভবনে নেওয়া হয়। পরে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়।

কাজী আল-আমিন/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।