জমি বর্গা দিলেও স্বার্থ বর্গা দেয়া যায় না


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২০ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতৃবন্দ বলেছেন, গ্রামাঞ্চলে ধর্মান্ধ ও সাম্প্রদায়িকতার নামে একটি শ্রেণী ক্ষেত মজুরদেরকে অধিকার থেকে বঞ্চিত করছে। জমি বর্গা দেয়া যায় কিন্তু স্বার্থ বর্গা দেয়া যায় না। ক্ষেতমজুরদের স্বার্থ রক্ষায় নিজেদেরকে নিজস্ব সমিতি গড়ে তুলতে হবে। তাই দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ক্ষেতমজুর সমিতির এক সমাবেশে নেতৃবন্দ এ সব কথা বলেন।

এছাড়া আগামী ১৫ জানুয়ারি হাটে হাটে সমাবেশ, ফেব্রুয়ারি মাসে উপজেলা ও মার্চ মাসে জেলা সমাবেশ ও ১৯ এপ্রিল এক ঘন্টার রাজপথ ও মহাসড়কে এক ঘন্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা।

ক্ষেতমজুর সমিতির সভাপতি শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক এমএম আকাশ ও সংগঠনের কার্যকরী সভাপতি এডভোকেট সোহেল আহমদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।