ঈদে ১০ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৫ পিএম, ০৬ জুন ২০২৪

নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ রাখতে আগামী ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বাল্কহেড চলাচল বন্ধ করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) পুলিশ প্লাজায় ঈদুল আযহা উপলক্ষে নৌ পথের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় নৌ-পুলিশ প্রধান বলেন, 'ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং পশু ও পণ্য পরিবহন নির্ঝঞ্ঝাট করতে নৌ-পুলিশ বদ্ধ পরিকর। ঈদে নৌ-পুলিশ সব নৌঘাট, নৌ টার্মিনালসমূহে দায়িত্ব পালন করবে।'

তিনি বলেন, 'পল্টুনে হকার প্রবেশ নিষিদ্ধ করা, লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা থেকে বিরত থাকা, ছোট ও ত্রুটিপূর্ণ লঞ্চে যাত্রী পরিবহনে বিরত থাকা, লঞ্চে যাত্রী সংখ্যার আনুপাতিক হারে লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখা, আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান চালানো, সূর্যাস্তের পর বালুবাহী বাল্কহেড ও স্পিডবোট চলাচল বন্ধ রাখাসহ সরকার কর্তৃক নির্ধারিত সময়ে অর্থাৎ ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত সময়ে বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।'

jagonews24

তিনি আরও বলেন, 'কোরবানির পশু বহনকারী সব নৌযানে কোন হাটে ভিড়বে তা উল্লেখ করে ব্যানার লাগাতে হবে এবং কোরবানির পশুসহ অন্যান্য পণ্যবাহী নৌযান যাতে নৌপথে কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে নৌ-পুলিশের বিশেষ নজরদারি থাকবে।'

আরও পড়ুন

নৌ-পুলিশ প্রধান বলেন, ঈদে নৌপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীর পাড়ে ১০৮টি পশুর হাট বসছে। সেগুলোরও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই হাটগুলোতে নিরাপত্তার জন্য সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া নদীর পাড়ের ১০৮টি হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন রাখা হবে।'

তিনি বলেন, 'নৌ পথে যেকোন সমস্যায় নৌ পুলিশের কন্ট্রোল রুমের নম্বর-০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধম্যে নৌ-পুলিশকে অবগত করলে নৌ পুলিশ সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।'

টিটি/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।