নতুন সরকারের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে মোদীর আমন্ত্রণ
ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনা তার এ আমন্ত্রণ গ্রহণ করেছেন।
বুধবার (জুন ৫) রাতে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী।
পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. নুরএলাহি মিনা সাংবাদিকদের ব্রিফ করেন।
নুরএলাহি মিনা জানান, টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রী ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
আরও পড়ুন
- নীতিশ-নাইডুর কাছ থেকে লিখিত সমর্থন পেলেন মোদী, শপথ শনিবার
- মোদীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন
- শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন মোদী
টানা তৃতীয়বার এনডিএ’র বিজয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, তার (নরেন্দ্র মোদী) বলিষ্ঠ নেতৃত্বে এটা সম্ভব হয়েছে।
বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সুপ্রতিবেশি সুলভ সম্পর্কের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিজয়ের মধ্যদিয়ে ভারত এবং ভারতের জনগণ আরও এগিয়ে যাবে, বিশ্বসভায় আরও এগিয়ে যাবে।
এসইউজে/ইএ