জর্ডানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নূর-ই হেলাল সাইফুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৫ জুন ২০২৪

জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন নূর-ই হেলাল সাইফুর রহমান। বুধবার (৫ মে) আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, বিসিএস পঞ্চম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের সদস্য সাইফুর রহমান। ১৯৯৫ সালে কূটনীতিক হিসেবে নিজের পেশাগত জীবন শুরু করেন। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে বতসোয়ানা, নামিবিয়া, জাম্বিয়া, জিম্বাবুয়ে ও লেসোথোর অ্যাক্রিডেশন রয়েছে এই পেশাদার কূটনীতিকের।

এর আগে তিনি ইসলামাবাদ, প্যারিস, সিঙ্গাপুর ও কুয়েতে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ে আফ্রিকা শাখার মহাপরিচালক হিসেবে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

আইএইচআর/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।