উপজেলা নির্বাচন

বাঁশখালীতে জাল ভোট দেওয়ায় ৪ জনকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ০৫ জুন ২০২৪

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে বাহারচড়া কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে চার যুবককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. বুলবুল (৪১), মো. রিফাত (৩০), মো. আক্কাস উদ্দিন (২৮) ও মো. মেজবাহ উদ্দিন।

বুধবার (৫ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে নির্বাচনে দায়িত্ব পালনকালে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, অভিযুক্তদের কেন্দ্রে প্রবেশ করে জালা ভোট দেওয়ার সময় হাতে নাতে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আচরণবিধি লঙ্ঘন ও জাল ভোট দেওয়ার অপরাধে মো. বুলবুলকে ৫০ হাজার টাকা, মো. রিফাতকে ২০ হাজার, মো. আক্কাস উদ্দিনকে ১০ হাজার এবং মো. মেজবাহ উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এএজেড/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।