ঈদে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ ৫ দিন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০৪ জুন ২০২৪
ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারত চলাচলকারী তিনটি আন্তঃদেশীয় ট্রেন ৫ দিন বন্ধ থাকবে। ঈদযাত্রায় সর্বোচ্চ সেবা দিতে বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে।

রেলওয়ে জানায়, আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনের মধ্যে আগামী ১৪-২২ জুন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে। আর ১২-২০ জুন পর্যন্ত মিতালী এক্সপ্রেস এবং ১৬-২০ জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ থাকবে।

অর্থাৎ ১৬-২০ জুন এ পাঁচ দিন বাংলাদেশ থেকে ভারতে কোনো ট্রেন চলাচল করবে না।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহন পরিস্থিতি সামাল দেওয়া এবং বিশেষ ট্রেন পরিচালনার জন্য আন্তঃদেশীয় ট্রেন কয়েকদিনের জন্য বন্ধ রাখা হবে।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা, মিতালী এক্সপ্রেস শিলিগুড়ি থেকে ঢাকা এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের মধ্যে যাতায়াত করে।

এনএস/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।