চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩০ এএম, ০৪ জুন ২০২৪
প্রতীকী ছবি

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে মো. আজিম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ জুন) রাত ১০টার দিকে নগরের ডবরমুরিং থানার কর্ণফুলী কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আজিম আগ্রাবাদ চৌমুহনীর জাবেদ টাওয়ার এলাকার মো. খলিলের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে কর্ণফুলী কাঁচাবাজারের পেছনে একা দাঁড়িয়ে ছিলেন আজিম। এসময় ৫ থেকে ৬ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে স্বজনরা আহত আজিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বলেন, ‘কিশোর বয়সী দুই দলের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ওই কিশোরকে ছুরিকাঘাত করা কিশোরও রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে।’

এএজেড/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।