অস্কারে মনোনয়ন পেল ইয়ঙ্গিস্তান


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২০ ডিসেম্বর ২০১৪

অস্কারের জন্য মনোনয়ন পাওয়া তো আর চারটি খানি কথা নয়। এবারের অস্কারে ‘সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র’ বিভাগে মনোনয়ন পেয়েছে জ্যাকি ভাগনানি ও নেহা শর্মা অভিনীত সিনেমা ‘ইয়ঙ্গিস্তান’। প্রযোজক বাসু ভাগনানি তো খুশিতে আত্মহারা। তার মতে সারা পৃথিবীর মানুষের এ সিনেমাটি দেখা উচিত আর অস্কার এখন সেই সুযোগটাই তৈরি করে দিল।

৮৭তম অস্কারে ‘সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র’-এর দৌড়ে এ বছর ভারতের চলচ্চিত্র হিসেবে অংশ নিচ্ছে ‘ইয়ঙ্গিস্তান’ সিনেমাটি। মূলত তেলেগু সিনেমা ‘লিডার’-এর রিমেক হল ‘ইয়ঙ্গিস্তান’।

এ সিনেমায় প্রবাসী নায়ক তার প্রধানমন্ত্রী বাবার হঠাৎ মৃত্যুতে দেশে ফিরে তার রাজনৈতিক অস্তিত্বের শেকড় খুঁজে পান। সঙ্গে রয়েছে নেহা শর্মার সঙ্গে তার প্রেমের কাহিনী। তবে বক্স অফিসে সফল না হলেও অস্কারে যাওয়ার সৌভাগ্য ঠিকই করে নিয়েছে ‘ইয়ঙ্গিস্তান’ টিম। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।