অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০২ জুন ২০২৪
ফাইল ছবি

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ রোববার (২ জুন) সকাল ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। আজ যারা টিকিট কিনবেন তারা আগামী ১২ জুন ভ্রমণ করতে পারবেন।

ঈদযাত্রার সব টিকিট অনলাইনে বিক্রি হবে। অনেকেই জানেন না কীভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হয়। তবে অনলাইনে খুব সহজেই ট্রেনের টিকিট কাটার পদ্ধতি জানতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার পদ্ধতি

অনলাইন পদ্ধতিতে খুব সহজেই ট্রেনের টিকিট ক্রয় করা সম্ভব। ঘরে বসেই খুব সহজে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ট্রেনের টিকিট কাটা যায়।

এছাড়া মোবাইলের প্লে-স্টোর থেকে রেল সেবা অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে রেজিস্ট্রেশন করে অনলাইনে খুব সহজেই ট্রেনের টিকিট কাটতে পারবেন। এখানে বিকাশ, নগদ অথবা ব্যাংকের মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করতে পারবেন। এটি খুবই সহজ একটি পদ্ধতি৷

অনলাইনে ট্রেনের টিকিট কাটতে যেসব নিয়ম অনুসরণ করতে হবে

অনলাইনে টিকিট কাটার জন্য প্রথমে একটি স্মার্টফোন অথবা একটি কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দিয়ে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা ডাউনলোড করা ‘রেল সেবা’ অ্যাপে ঢুকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের ওয়েবসাইট অথবা অ্যাপসে আপনার এনআইডি, ইমেইল নম্বর, ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ‘Purchase Ticket’ এই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে চারটি বিষয় নিশ্চিত করতে হবে। বিষয়গুলো আপনার যাত্রা শুরুর জায়গার নাম, আপনি কোন তারিখে যাত্রা করতে চান, এবং আপনি কোন ধরনের সিট নেবেন এবং কতটি সেট নেবেন এই তথ্যগুলো পূরণ করতে হবে।

আরও পড়ুন

এরপর ওয়েবসাইটে দেখা যাবে বিভিন্ন রকমের ট্রেন কোন তারিখে? কখন? আপনার ওই স্টেশন থেকে ছাড়বে সেগুলোর একটি নির্দ্রিষ্ট লিস্ট দেওয়া থাকবে। এখানে আপনার পছন্দ অনুযায়ী ট্রেন সিলেক্ট করতে পারবেন। আপনি কোন ধরনের সিট নিতে চান সেটি নির্বাচন করতে হবে।

ট্রেনের টিকিটের মূল্য পরিশোধ করবেন যেভাবে

ঘরে বসেই আপনি খুব সহজেই ট্রেনের টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। ট্রেনের টিকিটের মূল্য পরিশোধ করার জন্য আপনাকে বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা এজেন্ট ব্যাংক এবং ভিসা কার্ড ব্যবহার করতে পারবেন। একটি জিনিস ভুলবেন না সেটি হলো ট্রেনের টিকিট ডাউনলোড করা। আপনাকে অবশ্যই ট্রেনের টিকিট ডাউনলোড করতে হবে। রেলস্টেশনে প্রবেশ এবং যাত্রার সময় আপনাকে অবশ্যই ডাউনলোড করা ট্রেনের টিকিটের একটি কপি সঙ্গে রাখতে হবে। অন্যথায় রেলওয়ে আইন অনুযায়ী, আপনার জরিমানা হতে পারে।

তবে ট্রেন ছাড়ার দিন অতিরিক্ত যাত্রীর চাহিদা মাথায় রেখে বরাদ্দকৃত সাধারণ শ্রেণির আসনের মোট ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এনএস/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।