মে মাসে বেড়েছে নারী-শিশু নির্যাতন: এমএসএফের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ৩১ মে ২০২৪
প্রতীকী ছবি

মে মাসে ৩২৪টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। যা গত এপ্রিলের চেয়ে ৪৬টি বেশি। নারী ও শিশু নির্যাতন ছাড়াও মে মাসে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। শুক্রবার (৩১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি।

তারা বলছে, মে মাসে ৫৩টি ধর্ষণ, ১৬টি সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর দুটি হত্যার ঘটনা ঘটে। এছাড়া ২৩টি ধর্ষণের চেষ্টা, ৩৬টি যৌন নির্যাতন ও ৩৯টি শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে ৩২৪টি নির্যাতনের ঘটনা ঘটেছে। এর আগে এপ্রিল মাসে নির্যাতনের ঘটনার সংখ্যা ছিল ২৭৮টি।

অপরদিকে এমএসএফের প্রতিবেদক অনুযায়ী মে মাসে সহিংসতার শিকার হয়েছেন ৩৫ সাংবাদিক, সাইবার নিরাপত্তা আইনে আসামি হয়েছেন ছয়জন। একই সময়ে ছয়টি গণপিটুনির ঘটনায় চারজন নিহত হয়েছেন। আর অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করা হয়েছে ৫১টি।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে তিনজন ও কারা হেফাজতে ১১ জন মারা গেছেন।

মে মাসে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ৯৭টি সহিংসতায় প্রাণ গেছে ছয়জনের। এছাড়া ২৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় প্রাণ গেছে আরও ছয়জনের। গ্রেফতার হয়েছেন ৬৯ জন।

এসএম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।