ভিসা হয়নি ২৯২ হজযাত্রীর, ৯ এজেন্সির ব্যাখ্যা তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ৩০ মে ২০২৪
ফাইল ছবি

এখন পর্যন্ত ৯টি হজ এজেন্সির ২৯২ জন হজযাত্রীর ভিসা চূড়ান্ত হয়নি। এজন্য এজেন্সিগুলোর কাছে ব্যাখ্যা চেয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ মে) ৯টি এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়েছে। ২৫৯টি এজেন্সি/লিড এজেন্সির অধিকাংশই হজযাত্রীদের ভিসা সম্পন্ন করলেও গত ১৯ মে থেকে ধর্ম মন্ত্রণালয় থেকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও ৯টি হজ এজেন্সি তাদের সব হজযাত্রীর ভিসা ইস্যু এখন পর্যন্ত সম্পন্ন করেননি। ফলে এসব এজেন্সির হজযাত্রীরা হজে যেতে না পারলে বর্ণিত এজেন্সিগুলোকে দায়ভার নিতে হবে।

জানা গেছে, মেহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ৭৫, গ্লোবাল ভিশন ট্রাভেলসের ৪৯, খিদমাহ ওভারসিসের ৪২, ফিকাস ট্রাভেলস ইন্টারন্যাশনালের ৩৫, দেশ ভ্রমণ (প্রাইভেট) লিমিটেডের ৩২, মোবাশ্বিরাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ২১, হলি দারুন নাজাত ওভারসিসের ১৬, মেসার্স সালসাবিল এভিয়েশনের ১১ এবং নর্থ বেঙ্গল হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ২১ জন হজযাত্রীর এখনো ভিসা হয়নি।

নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা কার্যক্রম সম্পন্ন না করার বিষয়ে মন্ত্রণালয়ে যথাযথ ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দিয়ে চিঠিতে আরও বলা হয়, একই সঙ্গে সব হজযাত্রীদের ভিসা আজকের মধ্যে সম্পন্ন করতে আবারও নির্দেশনা দেওয়া হলো। অন্যথায় ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ অনুযায়ী এ এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরএমএম/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।