এপিবিএন প্রধান হলেন সেলিম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৮ মে ২০২৪

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাঙ্গীর। বর্তমানে তিনি জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক পদে কর্মরত। মঙ্গলবার (২৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মো. জাহাঙ্গীর বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। গত বছরের আগস্টে তিনি অতিরিক্ত আইজিপি হন।

প্রজ্ঞাপনে বলা হয়- এনএসআইয়ের পরিচালক সেলিম মো. জাহাঙ্গীরকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, সেলিম মো. জাহাঙ্গীর গত বছর ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন। এর আগে ২০১৫ সাল থেকে দুই বছর র‌্যাবের পরিচালক (সিও) ছিলেন। তিনি এক সময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং কক্সবাজারের এসপি ছিলেন।

সেলিম মো. জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়াশোনা শেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং তিনবার আইজিপি ব্যাজ পেয়েছেন।

টিটি/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।