উদয়নের অভিযুক্ত শিক্ষক বাধ্যতামূলক ছুটিতে


প্রকাশিত: ০৬:২৮ এএম, ২২ এপ্রিল ২০১৬

রাজধানীর উদয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জামিউল ইসলাম নাদিমকে মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে স্কুল প্রশাসন।

এদিকে স্কুল সূত্রে জানা গেছে, শিক্ষার্থী নির্যাতনের অভিযোগের বিষয়ে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। এনিয়ে স্কুলের কিছু অভিভাবক ও শিক্ষার্থী দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। ঘটনা তদন্তে স্কুল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তাদের প্রতিবেদন অনুসারে গত মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা কমিটি অভিযুক্ত শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে।

নির্যাতনের শিকার শিক্ষার্থীর অভিভাবকরা জানান, ঘটনার দিন ১৩ এপ্রিল সে অঙ্কের ক্লাস করছিল। এ সময় শিক্ষক জাওশেদ আলম তাকে অন্য শিক্ষকের ক্লাস থেকে ডেকে এনে মারধর করেন। প্রথমে চতুর্থতলায় ও পরে চুল ধরে টেনে ষষ্ঠতলায় নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে নাদিমের কান দিয়ে রক্ত বের হয়।

এবিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. উম্মে সালেমা বেগম বলেন, ‘পরিচালনা কমিটির সভায় ওই শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।’

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।