রোববার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বন্ধ থাকবে বঙ্গবন্ধু টানেল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৬ মে ২০২৪
ফাইল ছবি

প্রবল ঘূর্ণিঝড় 'রিমাল' বাংলাদেশের স্থলভাগের দিকে ধেয়ে আসায় রোববার (২৬ মে) সন্ধ্যা থেকে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল বন্ধ থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

রোববার (২৬ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, 'লঞ্চ-স্টিমার চলাচল বন্ধ থাকবে। এমনকি বঙ্গবন্ধু টানেল আজকে সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, 'ঝড়ের কারণে সারাদেশে প্রচুর বৃষ্টিপাত হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৩০০ মিলিমিটারের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আমরা মনে করি বৃষ্টিপাতের জন্য সারাদেশই ক্ষতিগ্রস্ত হবে।'

আরএমএম/এসআইটি/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।