দুদিন বন্ধ থাকতে পারে ডেসকোর প্রিপেইড রিচার্জ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২১ মে ২০২৪

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের প্রিপেইড মিটার ব্যবহারকারীদের রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে৷ ফলে বিদ্যুৎসেবা নিরবচ্ছিন্নভাবে পেতে মিটারে পর্যাপ্ত টাকা রাখার অনুরোধ জানিয়েছে ডেসকো কর্তৃপক্ষ৷

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় ডেসকো কর্তৃপক্ষ৷

এতে জানানো হয়, প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের জন্য আগামী ২৩ মে (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টা থেকে ২৪ মে (শুক্রবার) রাত ১২টা পর্যন্ত প্রিপেইড রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে। গ্রাহকদের স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে প্রিপেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করার অনুরোধ জানানো যাচ্ছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ডেসকো কর্তৃপক্ষ৷

এনএস/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।