শিল্পসচিব

প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড তৈরি করতে বলেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২০ মে ২০২৪

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বলেছেন, ব্যাটারিচালিত রিকশা নিয়ে কিছু সমস্যা হচ্ছে, কিন্তু এটার একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার ছিল। প্রধানমন্ত্রী একটা স্ট্যান্ডার্ড সেট করে দিতে বলেছেন। তাহলে হয়তো এ সমস্যার সমাধান হবে।

সোমবার (২০ মে) বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুব আলম।

এ সময় জাকিয়া সুলতানা বলেন, এটা (ব্যাটারিচালিত রিকশা) এক্সিডেন্ট বেশি হয়, এটা সমস্যা। ভারসাম্য কম। সে বিষয়টি নিয়ে বিএসটিআই কাজ করতে পারে কি না সেটা দেখা হবে।

আরও পড়ুন

তিনি বলেন, এটা এখন দেশের ২০ লাখ মানুষ চালাচ্ছে। বড় কর্মসংস্থান সৃষ্টি করেছে। অনেক দেশে এটা চলছে।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আজ আমাদের অর্থনীতি একটি ভালো জায়গায় এসেছে। আমরা আরও ভালো করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আন্তর্জাতিক মানের পণ্য ও আস্থার জায়গাটা ঠিক করুন।

বিএসটিআই প্রসঙ্গে তিনি বলেন, বিএসটিআইয়ের পরিধি বাড়াতে হবে। ল্যাবরেটরিতে ম্যানপাওয়ার (লোকবল) বাড়াতে হবে। বিশাল দক্ষ কর্মীবাহিনী দরকার।

এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুব আলম বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের কখনো ক্ষতিগ্রস্ত করবেন না। তারা দেশের প্রাণ। তাদের সহযোগিতা করুন। স্মার্ট দেশ গড়তে হলে স্মার্ট সরকারি কর্মকর্তা হতে হবে এবং ব্যবসাবান্ধব হতে হবে।

এনএইচ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।