লাঠি হাতে সড়কে অটোরিকশাচালকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৯ মে ২০২৪
ছবি জাগো নিউজ

রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকচালকরা। সড়কে ব্যাটারিচালিত রিকশা আটকানো ও ডাম্পিংয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছেন তারা।

রোববার (১৯ মে) সকাল পৌনে ১০টার দিকে মিরপুর সাড়ে ১১ ও মিরপুর ১০ নম্বর সড়কে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

লাঠি হাতে সড়কে অটোরিকশা চালকরা

মিরপুর সাড়ে ১১ এলাকায় গিয়ে দেখা যায়, রিকশাচালকরা হাতে লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিয়েছেন। তারা পূরবী এলাকা দিয়ে কোনো যানবাহন চলতে দিচ্ছেন না। কেউ যানবাহন নিয়ে যেতে চাইলে তাকে ধাওয়া করা হচ্ছে।

আরও পড়ুন

রিকশাচালকরা দাবি করছেন, কোনো শর্ত ছাড়াই তাদের রাস্তায় অটোরিকশা ও ইজিবাইক চালাতে দিতে হবে।

লাঠি হাতে সড়কে অটোরিকশা চালকরা

পল্লবী জোনের এসি শহীদুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিস্তারিত পরে জানাবেন।

এসএম/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।