সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৮ মে ২০২৪

আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট যেন গরীব, খেটে খাওয়া সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজে লাগে, আমজনতা যেন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে সেইসঙ্গে দুর্নীতি ও অর্থের অপচয় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ১৩টি সংগঠন।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন এসব সংগঠনের সদস্যরা। এসময় ইক্যুইটি বিডির চিফ মডারেটর রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে সুন্দরবন বাচাঁও আন্দোলন, নলেজ সোসাইটি, এনডিএফ, স্টেপস, সিএসআরএল, ক্লিন বাংলাদেশ, কর্মজীবী নারী, ওয়াটার কিপার্স বাংলাদেশ, বাংলাদেশ কৃষক ফেডারেশন, বিডিসিএসও প্রসেস, যাত্রাবাড়ি গার্মেন্টস ফেডারেশন এবং ইয়াং চেইন্জ মেকারের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এ যাবৎকালের সর্ববৃহৎ বাজেট আসছে আগামী জুনের প্রথম সপ্তাহে ৷ বিভিন্ন পণ্যের উপর ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করবে কে? আম জনতার পকেট খালি করার যত পরামর্শ দিচ্ছে আইএমএফ। সাধারণ মানুষ কষ্টে আছে। আমরা চাই এই বাজেট যেন খেটে খাওয়া, গরীব-সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজে লাগে।

বক্তারা বলেন, আমরা বরাবরই দেখি কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে তেমন বরাদ্দ থাকে না। এটি দুঃখজনক। কর্মসংস্থানের সৃষ্টি না হলে একটি দেশের উন্নতি হবে কিভাবে। দেশ এগিয়ে যাবে কিভাবে! দেশে শিল্পায়নের বিকাশ দরকার। শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা সৃষ্টির সুনির্দিষ্ট পরিকল্পনার দাবি জানান তারা।

বক্তারা বলেন, বিশ্বের বড় বড় দেশ নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। কয়লা দিয়ে এখন বিদ্যুৎ উৎপাদন নিরুৎসাহিত করা হচ্ছে। বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে আমাদের শতভাগ নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে। কৃষিতে প্রনোদনা বাড়াতে হবে। কৃষককে বাঁচাতে হবে। কৃষি বাঁচলে দেশ বাঁচবে। অর্থ পাচার ঠেকাতে হবে। বিদেশে অর্থ পাচার হওয়াতে দেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে।

এছাড়া মানববন্ধনে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাত্রা নিশ্চিত করা, কল্যাণমুখী স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, বাজেটে ঋণ নির্ভরতা কমিয়ে আনার দাবিও করা হয়।

এনএস/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।