গাজায় স্থল অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে স্থল অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। হামলার তীব্রতা বাড়ায় হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজা উপত্যকা থেকে পালাতে শুরু করে করেছেন। খবর- এএফপি
ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, গাজা উপত্যকায় হামাসের বেশ কিছু সুড়ঙ্গ রয়েছে, যেখান থেকে তারা (হামাস) ইসরায়েলে হামলা চালায়। এসব সুরঙ্গ বিমান হামলা চালিয়ে ধ্বংস করা সম্ভব না হওয়ায় স্থল অভিযান চালানো হচ্ছে।
এদিকে গাজা উপত্যকায় ইসলায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭০ জনে পৌঁছেছে, যাদের বেশির ভাগই নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক। তবে গাজার হাসপাতালগুলোর কর্তৃপক্ষ বলছে, শনিবার রাতে গাজার উত্তর ও পূর্বাঞ্চলে তীব্র ইসরায়েলি স্থল অভিযানের কারণে নিহতের সংখ্যা বাড়তে পারে।
গাজার জরুরি সেবা বিভাগের মুখপাত্র আশরাফ আল-কাদরা জানান, গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে রাতভর ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় হতাহতের সংখ্যা বেড়েছে।
গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতিতে জাতিসংঘের নেয়া উদ্যোগ জোরদার করতে সংস্থাটির মহাসচিব বান কি মুন ওই অঞ্চলে সফর করছেন। তবে যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলি বাহিনী বা হামাস কোনো পক্ষই আগ্রহ দেখাচ্ছে না।