চট্টগ্রামে বিমানবন্দরের শৌচাগার থেকে সোনার বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৯ এএম, ১১ মে ২০২৪

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগার থেকে সাতটি সোনার বার উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে বারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহ আমানত বিমানবন্দরের অভিযান চালায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম বিমানবন্দর টিম, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এসময় আন্তর্জাতিক আগমনী ১ নম্বর কনভেয়ার বেল্টের পাশের শৌচাগারের ঝুড়িতে একটি সিগারেটের প্যাকেটে সাতটি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এএজেড/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।