চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, লাখ টাকা জরিমানা
অনিবন্ধিত ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে চট্টগ্রামে এক কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে নগরীর পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সোবহান। ওই কারখানাটির নাম ‘মাহিদ ফুডস লিমিটেড’।
পাশাপাশি পতেঙ্গা এলাকার পার্ক আইসক্রিম এবং ইপিজেড এলাকার হাজী বিরিয়ানি ঘরকে সতর্ক করা হয়। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী অংশ নেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ বলেন, ভবিষ্যতে একই ধরনের অপরাধ প্রতীয়মান হলে দ্বিগুণ জরিমানাসহ প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।
এমডিআইএইচ/জেডএইচ/