কমলাপুরে শিডিউল বিপর্যয়, সকালের ট্রেন ছাড়েনি দুপুরেও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৫ মে ২০২৪
বিলম্বে ট্রেন ছাড়ায় দীর্ঘসময় স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের/ ছবি- জাগো নিউজ

গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী কমিউটার ট্রেনের সংঘর্ষের পর শিডিউল বিপর্যয়ে পড়ে রেলওয়ে। এরই মধ্যে ট্রেন দুটির লাইনচ্যুত বগির উদ্ধারকাজ শেষ হলেও এখনো স্বাভাবিক হয়নি রেল চলাচল। আজও কমলাপুর থেকে বিলম্বে ছাড়ছে ট্রেন।

রোববার (৫ মে) দুপুর ১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় ছাড়ার কথা থাকলেও ট্রেনটি এখনো স্টেশনে এসে পৌঁছায়নি।

বুড়িমারী এক্সপ্রেস সকাল সাড়ে ৮টায় স্টেশন ছাড়ার কথা থাকলেও সেটি এখনো ৭ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষায় আছে। রংপুর এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৯টা ১০ মিনিটে। ট্রেনটি ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে। রাজশাহী কমিউটার দুপুর ১২টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনো ছেড়ে যায়নি।

কমলাপুরে শিডিউল বিপর্যয়, সকালের ট্রেন ছাড়েনি দুপুরেও

এছাড়া মোহনগঞ্জ এক্সপ্রেস দুপুর ১টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি ছেড়ে যায়নি। বেশ কিছু ট্রেন বিলম্বে ছাড়ার কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে দীর্ঘসময় স্টেশনে অপেক্ষা করে বিরক্ত হচ্ছেন।

স্নিগ্ধা সরকার নামের এক যাত্রী বলেন, সকাল থেকে স্টেশনে বসে আছি, এখনো ট্রেন ছাড়েনি। গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ট্রেন কখন ছাড়বে তারও কোনো ঠিক নেই। এমন ভোগান্তিতে আগে কখনো পড়িনি।

কমলাপুরে শিডিউল বিপর্যয়, সকালের ট্রেন ছাড়েনি দুপুরেও

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত। গাজীপুরের দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলের কিছু ট্রেন বিলম্বে ছাড়ছে। তবে শুধুমাত্র রংপুর এক্সপ্রেসের শিডিউল বিপর্যয় হয়েছে। আশা করছি আগামীকাল থেকে সব ঠিক হয়ে যাবে।

এনএস/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।