৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০২ মে ২০২৪
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসেছে আজ বৃহস্পতিবার (২ মে)। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় অধিবেশন শুরু হয়।

দ্বিতীয় অধিবেশন চলবে আগামী ৯ মে পর্যন্ত। বিকেল চারটায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন অধিবেশন বসবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

গত ১৫ এপ্রিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।

জুনে বর্তমান সরকার ও দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে অনুষ্ঠেয় এই দ্বিতীয় অধিবেশন তেমন দীর্ঘ হবে না বলে জানা গেছে।

আইএইচআর/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।