ভাঙ্গা-রাজবাড়ী-ঢাকা রুটে আসছে নতুন ২ জোড়া ট্রেন
ফরিদপুরের ভাঙ্গা-রাজবাড়ী-ঢাকা রুটে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজারের (জিএম) পক্ষে সহকারী চিফ সুপারেনডেন্ট অফিসার আব্দুল আওয়ালের সই করা এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে এক জোড়া এবং অপারেশনাল সুবিধার্থে একই রেক দ্বারা রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী রুটে এক জোড়া কমিউটার ট্রেন পরিচালনার জন্য মতামত পেশ করা হলো।
ঢাকা থেকে ভাঙ্গা উঠে চলাচলকারী ট্রেনের নাম থাকবে ভাঙ্গা কমিউটার ও রাজবাড়ী থেকে ভাঙ্গা রুটে চলাচলকারী ট্রেনের নাম চন্দনা কমিউটার। ট্রেনে ২৪টি প্রথম, ৪৪টি শোভন চেয়ার এবং ৪২৪টি শোভন শ্রেণির আসন থাকবে।
এই ট্রেন ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে যাত্রাবিরতি করবে। সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় রেল কর্মকর্তা (পাকশী) শাহ সুফী নুর মুহাম্মদ বলেন, ঠিক কবে চালু হচ্ছে এসব বিষয়ে রেলওয়ের প্রধান কার্যালয় থেকে বিস্তারিত বলতে পারবে।
জানতে চাইলে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক অসীম তালুকদার বলেন, প্রস্তাবনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলেই ট্রেন চলাচল শুরু হবে।
এনএস/কেএসআর